মঙ্গলবার দুপুরে ফেরদৌস-মৌসুমীর ‘বৃষ্টিভেজা আকাশ’
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ৩টা ৫ মিনিটে গ্রামীণফোনের সৌজন্যে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে ফেরদৌস-মৌসুমী ও শাকিল খান অভিনীত ছবি ‘বৃষ্টিভেজা আকাশ’
হোম কোয়ারেন্টাইনের এই সময়ে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চ্যানেল আইয়ের পর্দায় দেখুন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহানের ছবি ‘বৃষ্টিভেজা আকাশ’।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী ও শাকিল খান। গ্রামীণফোন নিবেদিত ছবিটি এদিন দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে। এ ছবিতে আরও অভিনয় করেছেন প্রবীর মিত্র, আফজাল শরীফ, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।
ছবির গল্পে দেখা যাবে, এক ঝড়ের রাতে আকাশ ও বৃষ্টির পরিচয় হয়। প্রথম দেখাতেই তাদের ভালোলাগা এবং ভালোবাসার সূচনা হয়। এদিকে বৃষ্টির বাবা তার বিয়ে ঠিক করে সাগর নামের এক ডাক্তারের সঙ্গে। বৃষ্টি বিষয়টি জানতে পেরে তার বাবাকে তার ভালোবাসার কথা বলে এবং সে তাও জানিয়ে দেয় আকাশকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। অবশেষে বিয়ের প্রস্তাব নিয়ে আকাশের বাড়িতে যায় বৃষ্টির বাবা। কিন্তু আকাশের বাবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ছবির গল্প মোড় নেয় নতুনদিকে।
সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর আরো কয়েকটি ছবিতে সোহানের পরিচালনায় দেখা গেছে মৌসুমীকে। এরমধ্যে ২০০৭ সালে এই পরিচালকের ‘বৃষ্টি ভেজা আকাশ’ ছবি অন্যতম।
