চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে মিম-সোহমের ‘ব্ল্যাক’

সপ্তাহে চার দিন দুপুরে নিয়মিত সিনেমা প্রদর্শন করে আসছে চ্যানেল আই। এরইমধ্যে সপ্তাহে শুক্রবার বিরতিহীন সিনেমা প্রদর্শনেরও ঘোষণা দিয়েছে ২২ বছরে পা রাখা দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করে ভায়াকম ১৮ মোশন পিকচার্স ও ডাগ ক্রিয়েটিভ মিডিয়া।

ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন বাংলাদেশের লাক্স তারকা খ্যাত বিদ্যা সিনহা মিম ও কলকাতার সোহম। ২০১৫ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজা চন্দ।

ছবিতে মিম ও সোহম ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, রজতাভ দত্ত্ব, খরজ মুখার্জী, আমির সিরাজী, রুদ্র নীল, মঞ্জিল ব্যানার্জী, বিশ্বজিৎ, রেবেকা, লাভলী, অপর্ণা, আশিস বিদ্যার্থী প্রমুখ।

বাংলা সিনেমাপ্রেমীদের কাছে খুবই পরিচিত মুখ লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে চ্যানেল আইয়ের এই রিয়েলিটি শোয়ের বছরই হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে নজর কাড়েন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।