কিন্তু বছরের শেষে করোনার নতুন ধরন অমিক্রন সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও তার সংক্রমণ দেখা দেয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আবারও বিধিনিষেধে আরোপ করা হয়। যা মঙ্গলবার থেকে উঠে যাচ্ছে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারির পর থেকে উঠে যাচ্ছে। সরকার বলছে, বিধিনিষেধের মেয়াদ আর বাড়ানো হবে না।
রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, বিধিনিষেধ আর বাড়বে না। তবে যেকোনো অনুষ্ঠানে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার মধ্যে ২০২০ সালের মার্চের শেষে দেশে গণপরিবহন বন্ধসহ কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। কয়েক মাস পর ওই বছরের জুলাই থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল হতে থাকে।
এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর গত বছরের মার্চে পুনরায় করোনার ডেলটা ধরনের সংক্রমণ দেখা দেয়। আবার আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ। তবে গত বছরের আগস্টে পরিস্থিতি আরও স্বাভাবিক হতে থাকে।
কিন্তু বছরের শেষে করোনার নতুন ধরন অমিক্রন সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও তার সংক্রমণ দেখা দেয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আবারও বিধিনিষেধে আরোপ করা হয়। যা মঙ্গলবার থেকে উঠে যাচ্ছে।