
মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন হাজিরা। এবার হজ পালনে সৌদি সরকারের অনুমতি নেই, এমন ৫০ হাজারের বেশি হাজিকে সনাক্ত করেছে কর্তৃপক্ষ।
হজের শেষ দিন মিনায় জামারায় শয়তানকে উদ্দেশ্যে করে পাথর নিক্ষেপ শেষে তাবু ছাড়ছেন হাজিরা। মক্কা এবং মদিনার সব আনুষ্ঠানিকতা শেষে ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে বাংলাদেশি হাজিদের। হজের শেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।
সুষ্ঠু ভাবে হজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বেসরকারি হজ সংগঠন হাব। অন্যদিকে হাজিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে যৌথভাবে কাজ করছে ধর্ম ও বিমান মন্ত্রণালয়।