Site icon চ্যানেল আই অনলাইন

ভেনেজুয়েলায় মাদুরো-গুইদো সমর্থকদের বিক্ষোভ পাল্টা বিক্ষোভ

ভেনেজুয়েলা-বিক্ষোভ

প্রায় দু’দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার মাঝেই ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোর ডাকে দেশজুড়ে পরস্পরবিরোধী বিক্ষোভ চলছে।

শনিবার রাজধানী কারাকাসে স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর সমর্থকরা বিক্ষোভ মিছিল করার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে ছুঁড়ে পুলিশ তাদের পিছু হটতে বাধ্য করে। এভাবে পুলিশের সঙ্গে বিরোধীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার থেকে ভেনেজুয়েলায় টানা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘটনায় নতুন করে বিক্ষোভ শুরু হয় শনিবার থেকে। একে সরকারের কাজ উল্লেখ করে বিরোধী দলীয় সমর্থকরা বিক্ষোভ শুরু করে। অন্যদিকে একে ‘মার্কিন স্যাবোটাজ’ উল্লেখ করে নিকোলাস মাদুরোও সমর্থকদের প্রতিবাদ জানাতে আহ্বান জানান।

ভেনেজুয়েলায় জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ব্যাপকভাবে চলছে সরকারবিরোধী আন্দোলন। একদিকে নির্বাচিত প্রেসিডেন্ট শপথ নিয়ে নিজেকে বৈধ দাবি করছেন, অন্যদিকে বিরোধী দলীয় নেতা তাকে অবৈধ উল্লেখ করে নিজেকেই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করে বসে আছেন।

আর এ ইস্যুতেই যুক্তরাষ্ট্রসহ বিদেশি পক্ষগুলোর সরাসরি হস্তক্ষেপ যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিরোধী দলের নেতা হুয়ান গুইদোকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো।ভেনেজুয়েলা-বিক্ষোভ

তবে রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ নিকোলাস মাদুরোর প্রতি নিজেদের সমর্থন জানিয়ে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের নিন্দা করেছে।

জানুয়ারির নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মাদুরো শপথ নিলেও নির্বাচনকে প্রথম থেকেই অবৈধ দাবি করছে বিরোধী দলগুলো।

কারণ বেশিরভাগ বিরোধী দলীয় নেতা ওই সময় হয় কারাগারে থাকার কারণে বা নির্বাচন বয়কটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

Exit mobile version