Site icon চ্যানেল আই অনলাইন

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এক নারীর ‘আম বার্তা’!

রাজনৈতিক নেতাদের দিকে জুতা, কালি ছুড়ে দেয়ার ঘটনা নতুন নয়। তবে বাসস্থানের জন্য ফ্ল্যাট চেয়ে পাকা আম ছুড়ে মারার ঘটনা হয়তো এটাই প্রথম। তাও আবার দেশের প্রেসিডেন্টের মাথায়! বাড়ি চেয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘ম্যাংগো মেসেজ’ বা ‘আম বার্তা’ পাঠিয়ে আলোচনায় এসেছেন মারলেনি অলিভো নামের এক নারী।

সাবেক বাস ড্রাইভার ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাদুরো নিয়মিত জনসংযোগের অংশ হিসেবে কেন্দ্রীয় আরগুয়া প্রদেশের রাস্তায় বাস চালিয়ে যাচ্ছিলেন। তখনই মারলেনি একটি বার্তা লেখা আম প্রেসিডেন্টকে লক্ষ্য করে ছুড়ে মারেন। আমটি গিয়ে তার বাম কানের উপরে লাগলেও শান্ত ভাবেই ফলটি কুড়িয়ে নেন মাদুরো।

আমটিতে বাসস্থান সমস্যার সমাধান চেয়েছিলেন মারলেনি। নাম, ফোন নম্বর দেয়া ফলটির গায়ে লেখা ছিল ‘সম্ভব হলে আমাকে কল করবেন’। পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে আমটি প্রদর্শন করেন প্রেসিডেন্ট মাদুরো। সেখানে ভেনেজুয়েলা সরকারের ‘গ্রেট হাউজিং মিশন’-এর আওতায় মারলেনিকে অতি শীঘ্রই একটি ফ্ল্যাট দেয়ার ঘোষণা দেন তিনি।

তবে আম ছোড়ার পেছনে বাসস্থান সমস্যার সমাধান ছাড়া অন্য কোন কূমতলব ছিল না বলে জানিয়েছেন মারলেনি। আর প্রেসিডেন্ট মাদুরো বিষয়টিকে যে হালকা ভাবে নিয়েছেন তা বোঝাতে পাকা আমটি চেখে দেখার কথাও জানিয়েছেন।

Exit mobile version