Site icon চ্যানেল আই অনলাইন

ভূমিকম্প মোকাবেলায় ৩১০ কোটি টাকার তাঁবু-যন্ত্রপাতি কিনেছে সরকার

ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা বাড়াতে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো চালানো হলো জাতীয় ভূমিকম্প সচেতনতা প্রচারণা।

কৃষিবিদ ইন্সটিটিউটে ‘ভূমিকম্প আমি প্রস্তুত’ শিরোনামে প্রচারণার লোগো উন্মোচন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।

সে সময় ৬০ কোটি টাকার তাঁবু ও ২৫০ কোটি টাকার যন্ত্রপাতি কেনাসহ ভূমিকম্প মোকাবেলায় সরকারের কিছু উদ্যোগের কথা তুলে ধরা হয়।

তবে পরিকল্পনায় এখনো অনেক ঘাটতি আছে বলে উল্লেখ করা হয় অনুষ্ঠানে। ভূমিকম্প নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য প্রচারণা বিষয়ে মতামত উপস্থাপন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ইউএনডিপির পরিচালক সুদীপ্ত মুখার্জিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version