চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ভিড়ের কারণে শুটিং বাতিল, ঢাকায় ফিরলেন অপু-জয়

KSRM

পাবনা জেলায় ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করতে গিয়ে মধুর বিড়ম্বনায় পড়তে হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরীকে। শুটিংয়ের খবর পেয়ে ঢল নামে উৎসুক জনতার। এতোই চাপ ছিল যে কোনোভাবেই দৃশ্য ধারণ নাকি সম্ভব হয়নি!

অনেকটা বাধ্য হয়ে গত রবিবার রাতে ঢাকায় ফিরতে হয়েছে অপু-জয় ও পুরো ইউনিটকে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

Bkash

তিনি বলেন, সিনেমার শিল্পী, শুটিং নিয়ে মানুষের এত আগ্রহ নতুন করে আবার বুঝতে পারলাম। শুটিংস্পটে পুলিশ, ভলেন্টিয়াররা ছিলেন। তারপরও উৎসুক মানুষদের নিয়ন্ত্রণ করা যায়নি। নানা রকম সমস্যায় পড়তে হচ্ছিল। বাধ্য হয়ে শুটিং বন্ধ করতে হয়েছে। এ মাসের শেষের দিকে এফডিসিতে শুটিং হবে। পাবনায় অসম্পূর্ণ অংশের শুটিং ঢাকার বাইরে কোথাও করা হবে।

শুটিং সেট থেকে গত ২ অক্টোবর ফেসবুক লাইভে এসেছিলেন অপু বিশ্বাস। সেখানে তিনি দর্শকদের আগ্রহের চিত্র তুলে ধরেছিলেন। লাইভে অপু জানান, ২০১২ সালের পর কোনও সিনেমায় এত বিশাল আয়োজন ও দর্শকের ভিড় পেলেন তিনি!

Reneta June

সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। মে মাসে এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। অপু বিশ্বাস, জয় চৌধুরী ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View