Site icon চ্যানেল আই অনলাইন

‘ভালোবাসা’র কারণে রিয়ালেই থাকতে চান রোনালদো

রোনালদো রিয়াল ছাড়ছেন। রোনালদো রিয়াল ছাড়ছেন না। তার চুক্তিকে কেন্দ্র করে কয়েক মাস ধরে এমন আলোচনা ডালপালা মেলেছে। অবশেষে তিনি নিজেই মুখ খুলেছেন।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় ম্যাচ আছে তাদের। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। তার আগে সংবাদ সম্মেলনে সিআরসেভেন বলেন, ‘ক্লাব আর মাদ্রিদ শহরের প্রতি ভালোবাসার কারণে স্পেনেই থেকে যেতে চাই।’

‘অবশ্যই আমি এখানে থাকতে চাই। ক্লাবটিকে ভালোবাসি,’ একটি চাইনিজ ফুটবল অ্যাপকে বলেন রোনালদো, ‘এখানে থাকাটাই পছন্দ করি। সেই ২০০৯ সাল থেকে আছি। আবহাওয়া, মানুষকে ভালোবেসে ফেলেছি। পর্তুগালের খুব কাছে। আপনি গাড়িতেই আসতে পারবেন।’

রিয়ালের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত রোনালদোর চুক্তি। পর্তুগীজ তারকার ইচ্ছা ৪১ বছর বয়স পর্যন্ত ফুটবল খেলবেন।

‘এই অনুভূতি অবিশ্বাস্য। এর জন্যই তো সবসময় স্বপ্ন দেখি। এখন আমার পরিকল্পনা ৪১ বছর বয়সে অবসর নেয়া। হয়তো সেটা কঠিন হবে।’

কোপা ডেল রে থেকে বাদ পড়ার পর লা লিগায় রিয়াল চতুর্থ স্থানে আছে। শীর্ষে থাকা বার্সার চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। ভ্যালেন্সিয়া তৃতীয়। অবিশ্বাস্য কিছু না ঘটলে এই টুর্নামেন্টে শিরোপা জেতা হবে না রোনালদোদের।

Exit mobile version