লাদাখের গালওয়ান উপত্যকার পর এবার সিকিমের নাকু লা সীমান্তে সংঘর্ষে জড়াল ভারত এবং চীন সেনারা।

বিবিসি জানিয়েছে, উত্তর সিকিমের সীমান্ত দিয়ে চীন সেনারা ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বাধা দেয় ভারতীয় সেনারা। তার পরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বাহিনী। এ ঘটনায় দুই পক্ষের সেনাবাহিনীর কিছু সদস্য আহত হয়েছে।
কয়েকদিন আগে এই ঘটনা ঘটলেও সোমবার তা গণমাধ্যমে প্রকাশিত হয়।
গত বছরের জুনে ঘটে যাওয়া লাদাখ সংঘর্ষের অচলাবস্থা কাটাতে ভারত-চীনের সেনার মধ্যে নবম দফার বৈঠকের মধ্যেই নতুন এ সংঘর্ষের খবর এলো৷
বিবাদ মেটাতে এর আগেও একাধিকবার বৈঠকে বসেছে ভারত-চীন। কিন্তু, মূল সমস্যার সমাধান এখনও আসেনি।
গত বছরের ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যান ২০ জন ভারতীয় সেনা। তবে সেই ঘটনায় চীনের পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য নিশ্চিত না করা হলেও ভারত দাবি করে, চীনের অন্তত ৪৫ জন সেনাসদস্য তাতে প্রাণ হারায়।