ভারতে টিকটকের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা মানবে সংস্থাটি। কিন্তু ভারতীয় সরকারের দাবি টিকটক সব তথ্য চীনকে দিয়ে দেয়, এ অভিযোগ অস্বীকার করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধী জানিয়েছেন, ভারতীয় সরকার ৫৯টি অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে টিকটকও আছে। এ সিদ্ধান্ত মেনে নিচ্ছে টিকটক।
নিখিল গান্ধী বলেন যে, ভারতীয় আইন মোতাবেক সমস্ত নিরাপত্তা ও ডেটা প্রাইভেসি সংক্রান্ত নিয়ম মেনে চলে টিকটক। চীনা সরকারসহ কোনও বিদেশি সরকারকে এই তথ্য তুলে দেওয়া হয় না বলেই জানান তিনি।
মঙ্গলবার সকালে অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে উধাও হয়ে গিয়েছে টিকটক। যদিও এর কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারসহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। এগুলি সে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ত্বের পরিপন্থী ও প্রতিরক্ষার দিক থেকে ক্ষতিকারক বলে জানিয়েছে ভারতের কেন্দ্র সরকার। সরাসরি না বললেও, গালওয়ান সংঘর্ষ নিয়ে চীনের সঙ্গে বৈরিতা ও ভারতে চীন বিরোধী ভাবাবেগ এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।