চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতীয় কিংবদন্তী শিল্পীর মৃত্যু, শোবিজ অঙ্গনে শোক

দেড় মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ভারতীয় গানের কিংবদন্তী শিল্পী এস পি বালাসুব্রামানিয়াম (এসপিবি- ভক্তঅনুরাগীরা এই নামেই তাকে চেনেন)। এরমধ্যে ধরা পড়ে করোনা। এমনিতেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তার উপর করোনার প্রভাবে শেষ পর্যন্ত মারা গেছেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।

দেড় মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে লড়াই করছিলেন। শুক্রবার থেমে গেল দক্ষিণ ভারতীয় এই শিল্পীর লড়াই। মৃত্যুকালে এসপিবির বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে শুধু দক্ষিণ ভারত নয়, শোকার্ত পুরো ভারতীয় শোবিজ অঙ্গন।

হাসপাতালে ভর্তির পর থেকেই অবনতি হচ্ছিলো এসপিবির। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসকরা জানান, তার অবস্থা অতি সংকটাপন্ন। তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অসংখ্য অনুরাগী।

শেষ পর্যন্ত শুক্রবার দুপুরে হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, শুক্রবার সকালে সংগীতশিল্পীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এস পি বালাসুব্রামানিয়ামের পুত্র এসপি চরণ বলেন, ‘এসপিবি সবার। উনি নিজের গানের মধ্যে দিয়ে অমর থাকবেন। আমার বাবা দুপুর ১ টা ৪ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ৩৪ মিনিট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

পেহলা পেহলা পেয়ার, দেখা হ্যায় পেহলি বার, দিল দিওয়ানা, দিদি তেরা দেবর দিওয়ানা সহ অসংখ্য হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন এসপিবি। নব্বইয়ের দশকে তার বেশকিছু গানে ঠোঁট মিলিয়েছেন সালমান খান। এছাড়া তার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন শিবাজি গণেশান, রজনীকান্ত, কমল হাসান থেকে শুরু করে এই প্রজন্মের অসংখ্য অভিনেতা। শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’-এও গান গেয়েছেন তিনি।