চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভরসা এখন কলা গাছের ভেলা

কুড়িগ্রামের বন্যার্ত বহু মানুষের ভরসা কলার ভেলা। যোগাযোগ-রান্নাবান্না, থাকা খাওয়া সবকিছুই তারা সারছেন কলার ভেলার উপর। পর্যাপ্ত কলাগাছ না থাকায় ভেলাও তৈরি করতে পারছেন না অনেকেই।

গত ১০দিন ধরে বন্যার পানিতে ভাসছে কুড়িগ্রাম জেলার ৪২ ইউনিয়নের ৫শত ৪১ গ্রাম। এসব এলাকার অল্প কিছু সংখ্যক মানুষ বন্যা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিলেও বাকীরা রয়েছেন ঘরে মাচা বেঁধে। অথবা পাশ্ববর্তী উঁচু স্থানে। এই সুযোগটুকুও যাদের নেই তাদের যোগাযোগের প্রধান ভরসাই এখন কলার ভেলা।

যাদের একটু সাধ্য আছে তারা ডিঙি নৌকা সংগ্রহ করলেও অভাবী মানুষ কলার গাছের ভেলা তৈরি করে সারছেন তাদের যাবতীয় কাজ-কর্ম। অনেক এলাকায় কলা গাছের সংকট দেখা দিয়েছে। এই সুযোগে অনেকে চড়া দামে বিক্রি করছেন কলাগাছ।

নিম্নাঞ্চল সমূহের প্রতিটি বসত ভিটায় কলা গাছ রোপণের তাগিদ দিচ্ছে বেসরকারি সংস্থাগুলো।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: