বড় কোম্পানির কারণে চালের দাম বেশি
চাল বিক্রিতে মিলার ও খুচরা বিক্রেতারা অতিরিক্ত মুনাফা করছেন। কৃষকের উৎপাদন খরচও কিছুটা বেড়েছে। সাথে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাই চালের দাম অস্বাভাবিক। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে চালের অস্বাভাবিক দামের এই কারণগুলো চিহ্নিত করেছে।