শুধুই সামাজিক মাধ্যম হিসেবে নিষ্ক্রিয় বসে থাকার বদলে এবার ব্রেকিং নিউজ দিয়ে ব্যবহারকারীকে এগিয়ে রাখতে নতুন একটি অ্যাপ চালু করবে ফেসবুক।
‘নোটিফাই’ নামের এই ফেসবুক অ্যাপের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা জানতে পারবেন যেকোনো ঘটনার টাটকা খবর, তাও আবার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে।
এই অ্যাপ ইন্সটল করলে ব্যবহারকারী তার ইচ্ছে অনুযায়ী সংবাদ মাধ্যম বাছাই করতে পারবেন এবং কোনো নিউজ ব্রেক বা ঘটনা ঘটলেই তা স্বয়ংক্রিয়ভাবে জানান দেবে বা নোটিফাই করবে এই অ্যাপ।
অক্টোবরের শেষ নাগাদ ‘নোটিফাই’ নামের অ্যাপটি বাজারে ছাড়তে পারে সর্বাধিক ব্যবহারকারীর সামাজিক মাধ্যম ফেসবুক।