চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ব্রিসবেনের পর সিডনিতে চলবে ‘ঊনপঞ্চাশ বাতাস’

আগেই ঘোষণা এসেছে, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে বছরের আলোচিত বাংলা ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। এবার জানা গেল, শুধু ব্রিসবেন নয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে দর্শকপ্রিয় এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর নির্মাতা মাসুদ হাসান ঊজ্জ্বল। তিনি বলেন, অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পাশাপাশি দেশটির নিউ সাউথওয়েলস অঙ্গরাজ্যের রাজধানি এবং অস্ট্রেলিয়া’র অন্যতম বৃহৎ শহর সিডনিতে আগামি ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ঊনপঞ্চাশ বাতাস’।

Bkash July

নভেম্বরের ২৮ তারিখে অস্ট্রেলিয়ার কুইন্স অঙ্গরাজ্যের রাজধানী ব্রিসবেনে মুক্তি পাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’। এই শহরে মুক্তির মধ্য দিয়েই হবে ছবিটির দেশের বাইরে প্রথম মুক্তি পাওয়া। এটির আয়োজক অসট্রেলিয়া বাংলাদেশ কালচার ইন ব্রিসবেন (এবিসি ব্রিসবেন)।

এদিকে সিডনিতে ছবিটি মুক্তির আয়োজন করেছেন বঙ্গজ ফিল্মস। প্রদর্শনী উপলক্ষ্যে প্রচার প্রচারণাও শুরু করেছে আয়োজকরা। সিডনিতে আগ্রহী দর্শকরা বঙ্গজ ফিল্মস এর ওয়েবসাইটে গিয়ে অগ্রিম টিকেটও কিনে রাখতে পারবেন।

Reneta June

‘ঊনপঞ্চাশ বাতাস’ বর্তমানে স্টার সিনেপ্লেক্স তিন শাখা ছাড়াও বর্তমানে চলছে যমুনা ব্লকবাস্টার, চট্টগ্রামের সিলভারস্ক্রিন, সুগন্ধা এবং কক্সবাজারের স্কাই থিয়েটারে।

‘রেড অক্টোবর ফিল্মস’ এর ব্যানারে নির্মিত এই ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা।

Labaid
BSH
Bellow Post-Green View