চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ব্রিটেনের গুরুত্বপূর্ণ চার স্থানে জঙ্গি হামলার ছক

KSRM

ব্রিটেনের নিরাপত্তা বাহিনী বলছে সেদেশে অন্তত চারটি স্থানে বড় ধরনের হামলার ছক কষছে জঙ্গিরা। জঙ্গিদের পরিকল্পনার বিষয়ে বেশ কিছু প্রমাণও পেয়েছেন বলে জানিয়েছেন তারা। হামলার লক্ষ্যস্থানের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে শপিংমল ও স্টেডিয়াম। ট্যাবলেয়ড মিররের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার ব্রার্নার্ড হোগান-হাউই সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে ফ্রান্স ও জার্মানিতে যেরকম হামলার ঘটনা ঘটেছে, ব্রিটেন ঠিক একই ধাচের হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

Bkash July

জঙ্গি হামলার বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়ছে বলেও ওই ট্যাবলয়েডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে পুলিশ কমিশনার বলেছেন, উদ্বেগ থাকলেও পুলিশ, এম১৫ ও এম১৬-এর (ব্রিটিশ গোয়েন্দা সংস্থা) পারস্পারিক বোঝাপড়ার দরুণ গোয়ন্দা তথ্যের ব্যাপারে আমরা এগিয়ে আছি।

Reneta June

সহকারী পুলিশ কমিশনার মার্ক রাউলি জানান, তারা জনগণের কাছ থেকে একদিনে জঙ্গি উদ্বেগের ৩ হাজার ৬’শ ৩৯টি কল পেয়েছেন। হটলাইনে ১০১ জন যোগাযোগ করেছেন।  এছাড়া স্থানীয় পুলিশ ফাঁড়িগুলোতে হাজির হয়ে মানুষ তাদের উদ্বেগের কথা জানাচ্ছে।

এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা  হালনাগাদ করতে শপিংমল ও স্টেডিয়ামের শীর্ষ কর্তাব্যক্তিদের সাথে  কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View