চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ব্রিটিশ রাজপুত্র কেনো চেলসি-ম্যানইউ সমর্থন করেন না

KSRM

ব্রিটিশ রাজসিংহাসনের অন্যতম দাবিদার প্রিন্স উইলিয়াম ফুটবলের ভীষণ ভক্ত। যদিও বড় কোনো ক্লাব নয়, রাজপুত্রের পছন্দ অ্যাস্টন ভিলা। কেনো ভিলাকে এত পছন্দ উইলিয়ামের, কেনো চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব নয় তার যথাযথ উত্তরও আছে।

সদ্যগত মৌসুমে একদম লিগের শেষ ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন বাঁচিয়েছে অ্যাস্টন ভিলা। নিজেদের মধ্যে ড্র করে অবনমন হয়েছে ওয়াটফোর্ড ও বোর্নমাউথের। পছন্দের ক্লাবকে প্রিমিয়ার লিগে দেখতে পেরে ভীষণ গর্বিত উইলিয়াম।

Bkash July

এত জায়ান্ট সব ক্লাব থাকতে কেন ডিউক অব ক্যামব্রিজ উইলিয়াম অ্যাস্টন ভিলাকেই বেছে নিলেন? ক্লাবটির প্রায় প্রতিটি খেলায় মাঠে হাজিরও থাকা চাই তার, ‘আমি ভিলার খেলা প্রচুর দেখি। প্রতি সপ্তাহেই তাদের খোঁজ নেই, তাদের খেলা দেখি।’

‘আমি তাদের প্রথম খেলা দেখি এফএ গেমে। সেদিন বোল্টনের বিপক্ষে খেলা ছিল ভিলার। সেদিন মাথায় বেনি টুপি দিয়ে তাদের খেলা দেখতে গিয়েছিলাম। তখন আমার ১২ কিংবা ১১ বছর হবে, সেদিন অনেক বন্ধু নিয়ে খেলা দেখতে গিয়েছিলাম।’

Reneta June

‘ভিলার সমর্থকদের দেখে অভিভূত হয়ে গিয়েছিলাম। আমার দল আর পরিবেশ দারুণ লেগেছিল। সেদিন থেকেই স্কুলের অন্যদের মতো চেলসি কিংবা ইউনাইটেড সমর্থন না করে ভিলাকে সমর্থন করা শুরু করলাম।’

‘ভিলার যে ইতিহাস আছে, যেভাবে তারা ইউরোপিয়ান কাপ জিতেছে, তাদের কর্মীরা- সবই আমার ভীষণ পছন্দ।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View