করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু দেড় লাখ ছাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ব্রাজিলে করোনাভাইরাসে মোট আক্রান্ত প্রায় ৫১ লাখ। রোববার সকাল পর্যন্ত নতুন আক্রান্ত হয়েছে আরও ৩৪ হাজার ৬৫০ জন।
গত কয়েক মাস যাবত মৃত্যু এবং আক্রান্ত পাল্লা দিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ হাজার ৮৭৬ জন।প্রথম অবস্থানে থাকা দেশটিতে মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ২৮২ জন।
করোনায় তৃতীয় অবস্থানের দেশ ভারত। দেশটিতে খুব অল্প সময়ের মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০ লাখ ৫১ খাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৭১ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৫ জন। সর্বোচ্চ মৃত্যু ভারতে ৯২১ জন, যুক্তরাষ্ট্রে ৬৩৫ এবং ব্রাজিলে ৫৪৪ জন।
আর্জেন্টিনায় ৩৫৬, মেক্সিকো ৪১১, রাশিয়া ১৯৭, কলম্বিয়া ১৬৫, ইরানে ১৯৫ এবং সাউথ আফ্রিকায় ১২৬ জন।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭৪ লাখ, এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৭ হাজার মানুষের। বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী আছেন ৮২ লাখ ৬৯ হাজার।