ব্রাজিলের একটি লেকে পর্যটকবাহী নৌকায় পাহাড়ের অংশ ধসে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২০ জন নিখোঁজ এবং ৩২ জন আহত হয়েছেন।
অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড়ের মুখ থেকে শিলা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় দর্শকরা নীচে নৌকাগুলিকে সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করে। এতে কমপক্ষে অন্তত একটি নৌকা ডুবে গেছে ও অন্যরা সরে যেতে পেরেছে।

ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে কয়েকদিনের বৃষ্টির পর ধসের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
উদ্ধারকারী দলের নেতা লেফটেন্যান্ট পেদ্রো আইহারা জানান, তিনটি জাহাজে পাথরের আঘাত লাগে। ৩২ জন আহতের মধ্যে একজন ব্যক্তি মাথায় এবং মুখে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আর ২৩ জন সামান্য আহত হয়েছেন।
নিখোঁজদের জন্য উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।