Site icon চ্যানেল আই অনলাইন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর জয়

ব্রাজিল-ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন

বামে: জাইর বোলসোনারো, ডানে: ফার্নান্দো হাদ্দাদ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ফার-রাইট প্রার্থী জাইর বোলসোনারো।

তবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ২৮ অক্টোবর তাকে দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে  বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফার্নান্দো হাদ্দাদের বিপক্ষে লড়তে হবে।

ব্রাজিলে প্রথম রাউন্ডে সরাসরি জয়ের জন্য অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হয়। প্রায় সব ভোট গণনা শেষে বোলসোনারোর পক্ষে ৪৬ শতাংশ ভোট পড়ে বলে জানা গেছে।

তার প্রতিদ্বন্দ্বি হাদ্দিদ পেয়েছেন ২৯ শতাংশ ভোট। এ কারণেই প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় রাউণ্ডে।

বোলসোনারোর দাবি, ব্রাজিলে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ‘সমস্যা’ না থাকলে তিনি নিশ্চিতভাবেই সরাসরি জিততেন। ‘আমি নিশ্চিত, যদি এমনটা না হতো, আমরা আজ রাতেই এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নাম জেনে যেতাম।’

অবশ্য এই ‘সমস্যা’গুলো কী, সেটি স্পষ্ট করে বলেননি বোলসোনারো।

অবশ্য ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের নির্বাচন কমিশন।

নির্বাচনের আগে হওয়া মতামত জরিপের ভবিষ্যদ্বাণী অনুসারে, দ্বিতীয় রাউন্ডে দুই প্রার্থী সমান ভোট পাবেন।

Exit mobile version