Site icon চ্যানেল আই অনলাইন

ব্যবসার জন্য ভারতের চেয়েও কম ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

ব্যবসা-বাণিজ্যের জন্য প্রতিবেশী ভারতের চেয়েও কম ঝুঁকিপূর্ণ বাংলাদেশ। অভ্যন্তরীণ অশান্তির জন্য যেসব দেশে ব্যবসা করা কঠিন হয়ে উঠেছে, তার উপর ভিত্তি করে প্রকাশিত প্রতিবেদনে একথা জানিয়েছে লন্ডনভিত্তিক একটি গবেষণা সংস্থা।

‘সিভিল আনরেস্ট ইনডেক্স’ নামের ওই প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি আছে এমন মোট ২০০টি দেশের তালিকা করেছে। এক্ষেত্রে তারা বিশ্বব্যাংকের কাছ থেকে তথ্য নিয়েছে।

তালিকায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ভারত রয়েছে চার নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ছয় নম্বরে। ঝুঁকিপূর্ণ শীর্ষ তিন যুদ্ধে জর্জরিত সিরিয়া, ইয়েমেন ও লিবিয়া। তবে আশ্চর্যজনক হলেও শীর্ষ বা বিশে নেই পাকিস্তানের নাম।

ঝুঁকিপূর্ণ তালিকায় শীর্ষ দলে কোনো ইউরোপীয় দেশের নাম নেই। তবে সাম্প্রতিক হামলার পর শীর্ষ বিশে এসেছে ফ্রান্সের নাম। ফরাসিদের অবস্থান ১৬তম স্থানে। এমনকি আর্জেন্টিনা ও আফগানিস্তানও ফ্রান্সের চেয়ে কম ঝুঁকিতে রয়েছে।

Exit mobile version