চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বেলকে দুয়ো মানে রিয়ালের ইতিহাসকে দুয়ো দেয়া

বলছেন কাসেমিরো

গত শনিবার গেটাফের বিপক্ষে মাঠে নেমেছিলেন গ্যারেথ বেল। ২০২০ সালের ফেব্রুয়ারির পর প্রথমবার সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নেমেছিলেন তিনি। ৭৪ মিনিটে করিম বেনজেমার বদলি হয়ে নামার সঙ্গে সঙ্গেই দর্শকদের বিদ্রূপের শিকার হন।

ম্যাচে ২-০ গোলে জেতে রিয়াল। প্রথম গোলটি করেছিলেন কাসেমিরো। পরে বেলকে নিয়ে ভক্তদের বিব্রতকর কাণ্ডে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

Bkash July

সংবাদ সম্মেলনে কাসেমিরো বলেছেন, ‘যখন একজন খেলোয়াড়কে দুয়ো দেয়া হয়, তখন আমরা সবাইকে দুয়ো দেই। এমন হওয়ার পক্ষে আমি নই।’

৩১ বছর বয়সী বেল গত নয় বছরে রিয়ালের হয়ে একাধিক লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। লস ব্লাঙ্কোসদের হয়ে করেছেন ১০৬ গোল, সঙ্গে রয়েছে রেকর্ড ৬৭ অ্যাসিস্ট। ওয়েলস তারকাকে ক্লাবের ‘ঐতিহাসিক খেলোয়াড়’ বলা কাসেমিরো ভক্তদের আচরণে বেশ বিরক্ত।

Reneta June

‘আমাদের ওনাকে সমর্থন করতে হবে। বেলকে যেভাবে দুয়ো দেয়া হয়েছে, তা পছন্দ করি না। তিনি এই ক্লাবের একজন ঐতিহাসিক খেলোয়াড়।’

‘যখন এমন একজন খেলোয়াড়কে লক্ষ্য করে দুয়ো দেন, তখন আপনি এই ক্লাবের ইতিহাসকেও দুয়ো দেন। আমরা সমর্থকদের সমর্থন বিবেচনায় নেই।’

Labaid
BSH
Bellow Post-Green View