চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বৃহস্পতিবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার

KSRM

নতুন অর্থবছরের শুরুর দিন ১ জুলাই (বৃহস্পতিবার) ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে কোনো লেনদেন করবে না। এদিন বাণিজ্যিক ব্যাংকগুলো ‘ব্যাংক হলিডে’ পালন করবে।

যেহেতু ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ফলে দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বন্ধ থাকবে লেনদেন।

Bkash July

বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সাধারণত বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। একদিন হচ্ছে নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই। আরেক দিন হলো বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। এই দুই দিন ব্যাংকগুলো খোলা থাকলেও কোনো লেনদেন হয় না।

Reneta June

তবে এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

১ জুলাই ব্যাংকগু‌লোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। ওইদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না।

একইভাবে ৩১ ডিসেম্বরও ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব শেষ ক‌রে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এ কারণে বছরের এই দুই দিনকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ছুটি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View