চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বুশানে সেরা পরিচালক মোহাগেহ ও মুখামবেটভ

সাউথ কোরিয়ায় ২০ তম বুশান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্র নির্মাতা হয়েছেন ইরানীয়ান পরিচালক হাদি মোহাগেহ এবং কাজাকিস্তানের পরিচালক ইয়ারলেন নূর মুখামবেটভ।

‘ইমমর্টাল’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন হাদি মোহাগেহ এবং ‘ওয়ালনাট ট্রি’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হয়েছেন নূর মুখামবেটভ।

‘ইমমর্টাল’ চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে একজন বয়স্ক লোকের অপরাধ প্রবণতা থেকে বার বার আত্মহত্যার চেষ্টা।

‘ওয়ালনাট ট্রি’ চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে প্রাতহ্যিক জীবনে একটি গ্রামের বিয়ে নিয়ে রসাত্মক গল্প অবলম্বনে।

সেরা অভিনেতা হয়েছেন ‘এলোন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য লী জু য়োন। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ‘কমিউনিকেশন এ্যান্ড লাইস’ চলচ্চিত্রের জন্য মুন সো রী।

ISCREEN
BSH
Bellow Post-Green View