প্রায় ২০ ঘণ্টা গণনার পর ভারতের বিহার বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত জয়ী হয়েছে ক্ষমতাসীন জোট এনডিএ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকেই রাখছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিহার জয়ের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে এনডিএ-ই পুনরায় সরকার গড়তে চলেছে বলে জানান মোদি।
বিধানসভার ২৪৩টি আসনের নির্বাচনে এনডিএ জয়ী হয়েছে ১২৩টিতে। আরজেডি পেয়েছে ১১০টি আসন।

করোনাভাইরাস নীতির জন্য এবার অনেক বেশি বুথে ভোট হয়েছে। ফলে অতিরিক্ত ইভিএম গণনা করতে সকাল থেকে রাত হয়ে যায়।