
বিশ্ব নদী দিবস সামনে রেখে নোঙর এর আয়োজনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমিতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নোঙর এর আয়োজন ও বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহমেদ।
তিনি বলেছেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আজকের শিশুরা নদীর প্রতি মমতা নিয়ে বেড়ে উঠলে তারা আগামীতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে।

নোঙর এর চেয়ারম্যান সুমন শামস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক বিশিষ্ট শিশুসাহিত্যিক আনজীর লিটন।
তিনি বলেন, দেশ এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ সত্যিকারের শিল্পী হয়ে উঠতে পারে।
নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নোঙর এর চেয়ারম্যান সুমন শামস। তিনি জানান, ২৪ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব নদী দিবসের অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
বিজ্ঞাপন