টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তিনদিনের বিশ্ব ইজতেমার ১ম পর্ব। প্রথম দিনে শরিক হয়েছেন দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
ফজরের নামাজের পর থেকে তুরাগ তীরে চলছে আল্লাহু আল্লাহু জিকির। তাবলীগ জামাতের দেশ বিদেশের আলেমরা বয়ান করছেন মুসল্লিদের উদ্দেশে।
মূল বয়ান বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আল আমীনের সন্তুষ্টি লাভের আশায় ইজতেমার প্রথম দিনই শরিক হয়েছেন কয়েক লাখ মুসল্লি।
নিরাপত্তায় মোতায়েন আছে বিভিন্ন সংস্থার ১৫ হাজার নিরাপত্তাকর্মী। দুপুরে এই মাঠেই হবে বৃহত্তম জুমার জামাত। জুমার নামাজকে ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন তুরাগ তীরে। প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত শনিবার।