বিশ্ববাজারের তুলনায় স্থানীয় বাজারে নিত্যপণ্যের দাম কয়েকগুণ বেশি
বিশ্বের মুসলিম দেশগুলোতে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর মূল্যছাড় দিলেও বাংলাদেশে প্রতি বছরই রোজার দাম বেড়ে যায় বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা।
তারা বলছেন, শুল্ক নীতিজনিত জটিলতায় স্থানীয় বাজারে ৭০ থেকে ৭৫ শতাংশ বেশি দামে নিত্যপণ্য কিনছেন ভোক্তারা। পণ্যের সরবরাহ ঠিক রাখা, শুল্ক কমানো এবং জাতীয় ট্যারিফ পলিসি তৈরি করাসহ মুক্ত বাণিজ্য নীতি নেওয়ার পরামর্শ দিয়েছে পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই)।