টি-টুয়েন্টিতেও বাংলাদেশ যে যোগ্য দল, সেটা শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজে ‘দেখিয়ে’ দিতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
রিয়াদের এই কথা বলার কারণ টি-টুয়েন্টিতে বাংলাদেশের ‘কম সাফল্য’। টেস্টের বাংলাদেশ আর ওয়ানডের বাংলাদেশের মধ্যে যত ফারাক, ওই টি-টুয়েন্টিতে তার চেয়ে ঢের বেশি।
বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে রিয়াদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট আলাদা একটা ফরম্যাট। এটি খেলার মেজাজও ভিন্ন। গত দুই-তিন বছরে ঘরের মাটিতে বড় প্রত্যাশা আমরাই তৈরি করেছি সবার মনে। এবার সেই ফলটা দেখাতে পারিনি। আমার মনে হয় আমাদের টি-টুয়েন্টিতে সামর্থ্যের উপর একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই সিরিজে একটা ছাপ দেখানোর আছে বাকি বিশ্বকে।’
বৃহস্পতিবার মিরপুরে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। সাকিব আল হাসানের ইনজুরিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান।
‘টি-টুয়েন্টিতে ফেয়ারলেস ক্রিকেট খেলা উচিত। ব্যর্থতা নিয়ে যদি চিন্তা করেন টি-টুয়েন্টিতে সাফল্যের পরিমাণটাও কমে যাবে। সবাইকে ওই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে, ভীতি বা ব্যর্থতার চিন্তা না করে ইতিবাচক থেকে ভালো খেলার চিন্তায় থাকতে।’

রিয়াদদের মনে ব্যর্থতার স্মৃতি উঁকি দেয়াটা স্বাভাবিক। ত্রিদেশীয় সিরিজে দারুণ শুরু করেও পথ হারানো, টেস্টে প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বিব্রতকর হার। ওদিকে ড্রেসিংরুমের অবস্থাও খুব একটা ভালো নয়। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কাপ্তানের ‘দেখিয়ে দেওয়া’র টোটকা কাজে আসে কি না, সেটাই দেখার।
