চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের জয়

KSRM

শ্রীলংকায় বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। খাদিজাতুল কুবরার ৪ উইকেট শিকারে আয়ারল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বাছাইপর্বে শুভসূচনা করেছে টিম টাইগ্রেস।

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শতরানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার শারমিন সুলতানা ৪৭ রানে সাজঘরে ফিরলে হাল ধরেন নিগার এবং সালমা। এই জুটি থেকে আসে ৭৭ রান।

Bkash July

৮টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি তুলে নেন কিপার-ব্যাটসম্যান নিগার। সালমা ৩৮ রান করলে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২শ’ ৩৫ রান। জবাবে শুরুটা ভালো করলেও তিন আইরিশ টপ অর্ডারকে ফেরত পাঠান কুবরা।

পরে আরও একটি উইকেট তুলে নেন তিনি। জাহানারা দু’টি এবং সালমা ও রুমানা একটি করে উইকেট নিলে ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১শ’ ৯৬ রান তোলে আয়ারল্যান্ড।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View