বিশ্বকাপের আগে অনুশীলনে ব্যস্ত সাউথ কোরিয়া
সাউথ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন সতীর্থদের সঙ্গে সকালে ফোটোশুট ও অনুশীলনে অংশ নিয়েছেন। বাম চোখে আঘাত ও অস্ত্রোপচারের কারণে কাতার বিশ্বকাপ অনেকটাই অনিশ্চিত ছিল সনের। তবে সময়মতো সুস্থ হওয়ায় নাম লেখান পাওলো বেন্টোর দলে। ৪ নভেম্বর চোখের অস্ত্রোপচার করা হয়েছিল টটেনহ্যাম ক্লাবের এই তারকা ফরোয়ার্ডের। শোনা যাচ্ছে বিশ্বকাপে এবার প্রতিরক্ষা মুখোশ পরে খেলবেন সন। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রথম খেলা উরুগুয়ের বিপক্ষে। তার আগে নিজেদের শানিয়ে নিচ্ছেন সাউথ কোরিয়া খেলোয়াড়রা।