চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশালাকার প্রাকৃতিক রাস্তা: জায়ান্ট কজওয়ে

জায়ান্ট কজওয়ে আয়ারল্যান্ড এর বাসমিল শহর থেকে প্রায় ৪.৮ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি প্রাকৃতিক রাস্তা। যার বাংলা অর্থ  দাঁড়ায় দৈত্যের বিশালাকার বাঁধানো পথ বা রাস্তা। প্রায় ৪০ হাজার হেক্টাগোনাল পাথরের কলামে তৈরি একটি প্রাকৃতিক রাস্তা। ধারণা করা হয়, প্রায় ৬০ মিলিয়ন বছর আগে বিশাল এক অগ্নুৎপাতের ফলে এখানে একটি লাভার মালভূমি তৈরি হয়েছিলো। ঐ সকল লাভা ঠাণ্ডা অবস্থায় ভাগ ভাগ হয়ে স্তম্ভে পরিণত হয় এবং একটি সুনিপুণ আকৃতিতে রূপান্তরিত হয়। স্তম্ভগুলো প্রস্থে ১৫ থেকে ২০ ইঞ্চি ব্যাসের এবং উচ্চতায় ৯ মিটার। ১৯৮৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে।