চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিনিয়োগবান্ধব যথাযথ পরিবেশ তৈরিতে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যবসাবান্ধব নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা না গেলে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ হারাবে।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ- আইবিএফবি’র এজিএম এবং দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সেরা চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। বাংলাদেশের সমৃদ্ধির সঙ্গে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি জড়িত উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশের ওপর জোর দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

Labaid
BSH
Bellow Post-Green View