বিদ্যুৎ সংযোগ ছাড়াই এলো ১ লাখ ১৩ হাজার টাকার বিল
ভৌতিক বিল না দেয়ায় মামলাও করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
মুসলিম উদ্দিন আহমেদ: বিদ্যুৎ সংযোগ না থাকার পরও বিভিন্ন জনের নামে বিল পাঠাচ্ছে টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এমনকি সময়মতো বিল পরিশোধ না করার অভিযোগ এনে মামলাও করা হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এমন আচরণে ক্ষুব্ধ টাঙ্গাইলের সাধারণ মানুষ।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর গ্রামের মৃত আব্দুস সবুরের স্ত্রী শ্যামলা বেগম। ২০১৪ সালে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছিলেন তিনি। রশিদ ছাড়া ৮০ হাজার টাকাও দিতে হয়েছে তাকে। গত ৬ বছরেও বিদ্যুৎ সংযোগ পাননি। কিন্তু হঠাৎ করেই তার নামে এক লাখ ১৩ হাজার ৪৫৫ টাকার বিল। এমনকি বকেয়া বিল আদায়ে শ্যামলা বেগমের বিরুদ্ধে মামলাও করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কেবল শ্যামলা বেগমই নন, এই এলাকার অনেকের বিরুদ্ধে ভৌতিক বিল আসার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
এসব অভিযোগের বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে কোন সুরাহা পাননি বলে জানান বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। টাঙ্গাইলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন প্রামাণিক জানান, এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলের বাসাইলবাসীর প্রত্যাশা, হয়রানী বন্ধে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।