বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন; বিডিআর বিদ্রোহে প্রকৃত অপরাধীদের এখনো বিচার হয়নি।
মঙ্গলবার বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন: ‘বিচার বিভাগ পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সরকার। সেজন্য বেগম জিয়াও ন্যায় বিচার পাচ্ছেন না।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে তিনি বলেন: ‘পেশার প্রতি শ্রদ্ধাবোধ থাকলে সরকারের কথা না শুনে রোগী হিসেবে খালেদা জিয়ার সত্যিকারের শারীরিক অবস্থার রিপোর্ট দেন।’
বিচারপতিদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন: ‘জামিন দিয়ে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ তৈরি করে দেন।’
সেসময় যুবলীগ নেত্রী পাপিয়ার সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবি জানান তিনি।