
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি নির্বাচন চায় না,কমিশন আরও দূরের কথা। তারা আগামীতে নির্বাচন করার ক্ষমতাও রাখে না। তাই যে কোনো মূল্যে তারা সরকারের পতন ঘটাতে চায়।
সোমবার বিশ্বব্যাংকের প্রতিনিধির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন নিয়ে কৃষিমন্ত্রী বলেন, জার্মানি থেকে তো ইসি আনা যাবে না। তাদের ভাব এমন মঙ্গল গ্রহ থেকে ইসি আনতে হবে। যারা ইসি তে নিয়োগ পেয়েছেন তার সবাই যোগ্য ও সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের ক্ষমতা রাখে।
কৃষির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষির উন্নয়নে পাঁচশত মিলিয়ন ডলারের নতুন প্রকল্পে অর্থায়ন করতে যাচ্ছে বিশ্বব্যাংক। এই বিনিয়োগে কৃষির আধুনাকায় রপ্তানিমুখী কৃষিপণ্য ও প্রক্রিয়াকরণে বেসরকারি খাতকেও অগ্রাধিকার দেবে কৃষিমন্ত্রণালয় ও বিশ্বব্যাংক।