চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাড়ি তল্লাশি, এবার এনসিবির জেরার মুখে অনন্যা

ভারতে মাদককাণ্ড

বলিউডের এক উঠতি নায়িকার সাথে মাদক নিয়ে কথা হত আরিয়ানের! সম্প্রতি এমন খবরেই ছেয়ে গেছে ভারতীয় সংবাদ মাধ্যম। কিন্তু কে সেই নায়িকা সেটি প্রথমে গোপন থাকলেও অবশেষে প্রকাশ্যে এসেছে তার নাম।

জানা গেছে, বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক নিয়ে কথা হতো আরিয়ানের!

Bkash

যার ভিত্তিতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একটি গোয়েন্দা দল বৃহস্পতিবার অনন্যা পান্ডের বাসভবনে তল্লাশি চালিয়েছে। একই সাথে অনন্যাকে আজ দুপুরে এনসিবি কার্যালয়ে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার বেশ কিছুক্ষণ সময় অনন্যার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি অফিসাররা। যেখান থেকেই উদ্ধার করা হয় তার বেশ কিছু জিনিস। সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে অনন্যার মোবাইল, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী।

Reneta June

এনসিবির তরফ থেকে জানা যায় যে, অনন্যার সঙ্গে বেশ অনেকবারই মাদক নিয়ে কথা হয়েছে আরিয়ানের। মোবাইল চ্যাটে তাকে অ্যানি বলে সম্বোধন করেছেন আরিয়ান।

বরাবরই চাঙ্কি পান্ডে ও শাহরুখ খানের সম্পর্ক বেশ ভালো। সেই সূত্রেই ছোট থেকেই একে অপরের বন্ধু অনন্যা ও আরিয়ান।

এদিকে শুধু অনন্যার বাড়িতে নয় মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এও হানা দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View