চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাহাউদ্দিন নাছিমের আরোগ্য কামনায় প্রার্থনা সভা

করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের আরোগ্য কামনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রী শ্রী রাধা কৃষ্ণ ও মাতৃমন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে অনুষ্ঠিত ওই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. অলোক কুমার পালসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

প্রার্থনা সভায় এই কৃষিবিদের বিভিন্ন অবদান স্মরণ করে প্রফেসর ড. অলোক কুমার পাল বলেন, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের রূপকার আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তার আশু রোগমুক্তি কামনা করছি আমরা। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন-সেই প্রার্থনা করি।’

গত মঙ্গলবার করোনাভাইরাস পজেটিভ হওয়ার পর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

বড় কোনো সমস্যা না হলেও ডাক্তারদের পরামর্শে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই দলীয় নানা কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছিলেন বাহাউদ্দিন নাছিম।

Labaid
BSH
Bellow Post-Green View