টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার পঁচিশ মাইল এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানা অফিসার ইনচার্জ তারিক কামাল বলেন: ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী প্রান্তিক বাসের সাথে ময়মনসিংহ গামী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আরেকজন মারা যায়। তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানা যায়নি।