সিলেটের জৈন্তাপুরের হরিপুর বাজারে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন, ঘটনার পর সিলেট-তামাবিল সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। পুলিশ গিয়ে নিহতদের উদ্ধার করে রাস্তা যানবাহন চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানিয়েছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ঘটনাস্থলে ৩ জন মারা যান। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশের একটি দল লাশ ৩টি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।