Site icon চ্যানেল আই অনলাইন

বাস পোড়ানোর মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীর আগাম জামিন

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুনের ঘটনায় করা মামলায় বিএনপির ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিএনপির নেতাকর্মীদের জামিন আদেশ দেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এই জামিন আদেশ দেওয়া হয়েছে এবং ওইসময়ের পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনপ্রাপ্তদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে আজ জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন রাজধানীর বিভিন্ন স্থানে মোট ১১টি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় পরে রাজধানীর ৯টি থানায় মোট ১৬টি মামলা হয়। এসব মামলায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। পরে এরা জামিন চেয়ে হাইকোর্টে ১৬টি আবেদন করেন। সেসব আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট আজ আগাম জামিন দিলেন।

Exit mobile version