বান্দরবানের চিম্বুকে পাহাড়ে জুমের কাজ করতে গিয়ে ভাল্লুকের হামলার শিকার হয়ে আহত হয়েছেন পাড়া কারবারিসহ দু’জন। সেনাবাহিনী তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আহতরা হলো: পাড়া কারবারি ওয়্যংওয়াই ম্রো(৪২) ও মাংলিও ম্রো (৫)। তাদের বাড়ি বান্দরবানের চিম্বুক পাড়ায়।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টংকাবতী ইউনিয়নের চিম্বুক পাড়ার ১৮ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
সেনা সূত্রে জানা গেছে, কাজের তাগিদে ওয়্যংওয়াই ম্রো ও মাংলিও ম্রো জুম চাষের জন্য গেলে সেখানে তাদের ওপর ভাল্লুক হামলা চালায়। এসময় ভাল্লুকটি একজনের চোখসহ মুখের একাংশ উপড়ে ফেলে।

পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয় জনগণ এবং সেনাবাহিনীর সহায়তায় প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে প্রেরণ করে। সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হকের নির্দেশক্রমে বান্দরবান ৭ ফিল্ড এম্বুলেন্স প্রাথমিক চিকিৎসা শেষে হেলিযোগে চট্টগ্রামে পাঠানো হয়।