খিয়ং ওয়া কিয়ং এর বিহারের অধ্যক্ষ ও পাহাড়ের বৌদ্ধ ধর্মীয় গুরু উপঞঞাজোত মহাথেরো আর নেই। উপঞঞাজোত মহাথেরো এর প্রকৃত নাম উ চ হ্লা।
চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে অবস্থানরত বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অং চালু জানান: সোমবার সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।
তিনি জানান: গত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
উ চ হ্লা ভান্তের মৃত্যুর খবরে তিন পার্বত্য জেলাসহ সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্ত রয়েছে।
মৃত্যুকালে এই ধর্মীয় গুরুর বয়স হয়েছিল ৬৪ বছর ।
জানা যায়: উপঞঞাজোত মহাথেরো ১৯৫৫ সালে ২২ ডিসেম্বর বান্দরবান পার্বত্য জেলার রাজপরিবারে জন্মগ্রহণ করেন।
এছাড়াও বান্দরবানের পর্যটন কেন্দ্র বুদ্ধ ধাতু জাদি (স্বর্ণ মন্দির) এবং রাম জাদির প্রতিষ্ঠাতাও তিনি। তিনি ভারতের বুদ্ধগয়া, মিয়ানমার এবং থাইল্যান্ডেও বৌদ্ধ মন্দির স্থাপন করেন।