বাজেট: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা

বাড়তি দামের চাপে চ্যাপটা হওয়া মানুষকে খানিকটা স্বস্তি দিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী। সেই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা কী? উন্নয়ন প্রকল্প শতভাগ বাস্তবায়নের মাধ্যমে সারাদেশের মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও আছে বাজেট বক্তৃতায়। কিন্তু গত ১০ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫০ শতাংশের সামান্য বেশি।