বাজেটে স্বাস্থ্য খাতে গত বছরের চেয়ে কম বরাদ্দ রাখার প্রস্তাব
বাজেটের স্বাস্থ্য খাতে গত বছরের চেয়ে কম বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ বাড়া বা কমা নয় বরং সুষ্ঠু এবং পরিকল্পিত কাঠামোই জনস্বাস্থ্যর উন্নতি ঘটাতে পারে। আর শিক্ষা খাতের বাজেট নিয়ে শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ অনুযায়ী সঠিক ব্যবস্থাপনা না থাকায় অনেক ক্ষেত্রে সুবিধাবঞ্চিত হচ্ছেন তারা।