সিডনি সমুদ্র সৈকতে বাঙালি মেয়ে তানিশা মুখার্জির প্রেমে পড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্রেট লি। এমন খবরই প্রকাশিত হয়েছে সিডনির এক ওয়েবসাইটে। যদিও শুটিংয়ের কাজে একসঙ্গে ছবি তোলার কথা জানিয়েছেন লি। তবে জোর গুঞ্জন, সাবেক এই অসি পেসারের মন এখন তানিশায় মেতেছে।
সম্প্রতি খেলার মাঠ ছেড়ে সিনেমায় অভিনয় করে সেকেন্ড ইনিংস শুরু করেছেন। তাও আবার বলিউডে নিজের সেকেন্ড ইনিংস খেলতে নেমেছেন।
‘আনইন্ডিয়ান’ শিরোনামের এই ছবিতে অভিনয় করছেন সুদর্শন ব্রেট লি। আর তার সঙ্গে অভিনয় করছেন বাঙালি মেয়ে ও বলিউড অভিনেত্রী তানিশা।
বর্তমানে দুই জগতের দুই তারকা ছবির শুটিং’র জন্য সিডনিতে রয়েছেন। আর সেখানেই বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে তাদের।

তবে অভিনয় করার আগে দু’জনকে ভালো করতে বুঝে নিতে পরিচালক অনুপম শর্মা ব্রেট লি-তানিশাকে বলেছিলেন, একে অপরের সঙ্গে সময় কাটাতে। আর এই নিয়েই শুরু সমালোচনা।
এদিকে লি’র সঙ্গে সময় কাটানোর বিষয়ে বলতে গিয়ে তানিশা উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, এটা আমার জন্য সারপ্রাইজ ছিলো। সিনেমাটা করতে আমি উন্মুখ হয়ে আছি। চিত্রনাট্য আমার দারুণ পছন্দ হয়েছে।
২০০৬ সালে তানিশাকে টালিউড সিনেমা ‘বিবর’এ একটি সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।