চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাইডেনের ব্যক্তিগত অফিসে পাওয়া ১০ গোপন নথিতে যা ছিল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিসে যে ১০টি গোপনীয় নথি পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে মার্কিন গোয়েন্দা মেমো এবং ইউক্রেন, ইরানসহ যুক্তরাজ্যের বিভিন্ন বৈঠকের নথি।

একটি বিশ্বস্ত সূত্রের বরাতে সিএনএন ও বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড নথি তদন্তের একটি প্রাথমিক প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানা গেছে। পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্তের বিষয়ে গুরুত্বসহকারে চিন্তা করছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা।

সংবাদে প্রকাশ, গোপনীয় নথিগুলি ২০১৩ এবং ২০১৬ সালের মধ্যেকার। এই নথিগুলো ৩-৪ টি বাক্সে অন্যান্য সাধারণ নথির সাথে ছিল। তবে নথির বাক্সগুলিতে  কোন ব্যক্তিগত সামগ্রী পাওয়া গেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। নথিগুলো মধ্যবর্তী নির্বাচনের মাত্র ছয় দিন আগে পাওয়া গিয়েছিল, তবে বিষয়টি সোমবার প্রকাশ পেয়েছে।

সিএনএন জানিয়েছে, বাইডেনের একজন ব্যক্তিগত আইনজীবী ডাউনটাউন ডিসি অফিসটি বন্ধ করতে গিয়ে একটি ম্যানিলা ফোল্ডার দেখতে পান যা “ব্যক্তিগত” লেবেলযুক্ত ছিল। তিনি খামটি খুলেন এবং লক্ষ্য করেন যে ভিতরে শ্রেণীবদ্ধ নথি রয়েছে। আইনজীবী খামটি বন্ধ করে জাতীয় আর্কাইভকে ফোন করেন বলে সূত্রটি জানায়।

প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়েগত মঙ্গলবার জানান, তিনি জানতেন না যে ভাইস-প্রেসিডেন্সি ছেড়ে যাওয়ার পরে কিছু শ্রেণীবদ্ধ নথি তার ব্যক্তিগত অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি আরও জানান, তার অ্যাটর্নিরা জাতীয় আর্কাইভকে অবিলম্বে কল করে তাদের সঠিক দায়িত্ব পালন করেছেন।

Labaid
BSH
Bellow Post-Green View