রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে হওয়া চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় সুইজারল্যান্ড। প্রয়োজনে দু’দেশের মধ্যে সমঝোতায় মধ্যস্থতা করতেও প্রস্তুত তারা। সফররত সুইজারল্যন্ডের প্রেসিডেন্ট আলা বেরসে এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, এ সমস্যা সমাধানে বাংলাদেশ একা নয় বরং তাদের পাশে থাকবে সুইজারল্যান্ডসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও।
স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডের কোনো শীর্ষ নেতা। চারদিনের সফরে প্রেসিডেন্ট আঁলা বেরসে তাই গুরুত্ব দিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইস্যুতে। যদিও শীর্ষ পর্যায়ের বৈঠকে সমান গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা সমস্যাকে গুরুত্বের সঙ্গে নিয়ে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প ঘুরে দেখেছেন সুইস প্রেসিডেন্ট। দেশে ফিরে যাওয়ার আগে বেরসে জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য মধ্য ও দীর্ঘ মেয়াদী সহযোগিতা করতে প্রস্তুত তার দেশ।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছেন সুইস প্রেসিডেন্ট।
কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি নিয়ে আশাবাদী সুইস প্রেসিডেন্ট রোহিঙ্গাদের ফিরে যাওয়াতেই সমাধান দেখছেন

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: