বাংলাদেশ থেকে এ বছরের হজযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। সৌদি আরবের কোটায় সরকারি বেসরকারি হজযাত্রীর সংখ্যা নির্ধারণ ও ফ্লাইট শিডিউল ঠিক করাসহ সামগ্রিক বিষয়ে রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে।
সৌদি আরবের সাথে অনলাইনে হজ চুক্তি হবে এ সপ্তাহেই। তবে এ বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার ক্ষেত্রে ২০২০ সালে নিবন্ধিত এবং প্রাক্-নিবদ্ধিতরা অগ্রাধিকার পাবেন।
করোনা মহামারির কারণে ২ বছর সৌদি আরব বাদে সারা বিশ্বের মুসল্লিদের জন্য হজ কার্যক্রম বন্ধ থাকার পর এবছরের হজের ঘোষণা দেয় সৌদি সরকার। তারপর থেকে কার্যক্রম শুরু করে বাংলাদেশ।
নতুন শর্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮শ ৭৬ জনের কোটা দেয় সৌদি আরব। এ সপ্তাহেই হজ চুক্তি হয় সৌদি সরকারের সাথে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।

রোববার বিমান মন্ত্রণালয় এবং বেসরকারি হজ এজেন্টদের সংগঠন হাবের সাথে বৈঠক করবে ধর্ম মন্ত্রণালয় বলে জানিয়েছেন হাব সভাপতি এম. শাহদাত হোসাইন তসলিম।
৬৫ বছরের বেশি বয়সীরা যাতে হজে যেতে পারেন এবং বাংলাদেশের জন্য কোটা আরো বাড়ানো যায় কি না এসব বিষয়ে সৌদি আরবের সাথে যোগাযোগ করছে ধর্ম মন্ত্রণালয়।